স্বাগতম

কাজী বজলুল হক ফাউন্ডেশনে সকলকে স্বাগতম। কাজী বজলুল হক ফাউন্ডেশন, একটি সামাজিক ও মানবিক উন্নয়নে মৌলিক ভূমিকা রাখে। এই ফাউন্ডেশনের লক্ষ্য হলো দুর্বল, দুর্ভাগ্যগ্রস্ত, প্রতিবন্ধী, বিদ্যালয় বাসিন্দারা এবং দরিদ্র সমাজের সাথে সম্পর্ক গড়ে তোলা। ফাউন্ডেশনটি বিভিন্ন সেবা সরবরাহ করে, যেমন শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ, আর্থিক সহায়তা ইত্যাদি।

এটি যুগ্মের একটি বৃহত্তর অংশ, যা নির্ভুলভাবে এই লক্ষ্যগুলি পূরণ করার জন্য প্রতিবদ্ধ। ফাউন্ডেশনের আগের কর্মকাণ্ডগুলির মধ্যে শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয় পড়ুয়ারা প্রতি বছর বেতন, বই, ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে। সামাজিক সংস্কারে ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠান করে, যেগুলি সমাজে সচেতনতা সৃষ্টি করে এবং সমাজের সদস্যদের প্রতিষ্ঠান করে। কাজী বজলুল হক ফাউন্ডেশন সামাজিক পরিবর্তনের পথে এক প্রমুখ নায়ক হিসাবে গণ্য হয়।

কাজী বজলুল হকের যত পুরুস্কার অর্জন

কাজী বজলুল হক সাফল্যের সঙ্গে শিক্ষাকতার পাশাপাশি দু’দুবার জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন। প্রথমবার ১৯৮৯ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হন। পরবর্তী সময়ে ১৯৯৮ সালে অর্জন করেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়া গৌরব।

সংক্ষেপে কাজী বজলুল হকের জীবনী

১৯৩৮ সালে হাজীগঞ্জ উপজেলার পালিশারা গ্রামে জন্ম গ্রহন করেন কাজী বজলুল হক। বাবা কাজী আলীমুদ্দিনের হাত ধরে নিজ গ্রাম পালিশারার ‘পালীশারা জুনিয়র মাদ্রসায়’ লেখাপড়া শুরু করেণ।

এরপর ১৯৪৮ সালে এ মাদ্রাসা থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি লাভ করেণ। পরবর্তী সময়ে শাহরাস্তী মাদ্রাসায় ভর্তি হন এবং সেখান থেকেই ১৯৫৩ সালে মাদ্রাসা পরীক্ষায় মেধা তালিকায় ৭ম স্থান দখল করেণ। এরপর লাকসাম নওয়াব ফয়জুন্নেসা কলেজ থেকে ১৯৫৫ সালে আইএ পারীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় তৃতীয় স্থান দখল করেন।

বিস্তারিত

কাজী বজলুল হকের সন্তানেরা

তিনি ৫ সন্তানের জনক। কাজী বজলুল হকের সন্তানেরা কে কোথায় আছে নিচে দেওয়া হলো।

বড় ছেলে কাজী আনোয়ারুল হক হেলাল, বাংলাদেশ আওয়ামীলীগ হাজীগঞ্জ উপজেলা শাখা সহ-সভাপতি।

২য় সন্তান ডা.কাজী মোস্তফা সারোয়ার,অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও প্রাক্তন মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা।

৩ সন্তান তানজিনা ফেরদৌস রুনু, ভাইস প্রিন্সিপাল, সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও ঢাকা।

৪র্থ সন্তান কাজী মাহবুবুল আলম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ।

বিস্তারিত

ছবি গ্যালারি

কাজী বজলুল হক ফাউন্ডেশনের সকল ছবি গ্যালারি

কাজী বজলুল হক সর্ম্পকে অনুভূতি

কাজী বজলুল হক সর্ম্পকে তার ছাত্র-ছাত্রী এবং অন্যান্যদের অনুভূতি প্রকাশ

প্রকাশিত সংবাদ

বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদ