কাজী বজলুল হক ফাউন্ডেশন কুইজ

কাজী বজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে “ কাজী বজলুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুইজেল আয়োজন করা হয়েছে। পুরুস্কার সংখ্যা ৫০টি।

  • প্রথম পুরুস্কার ল্যাপটপ- ১টি
  • দ্বিতীয় পুরুস্কার টেব- ২টি
  • তৃতীয় পুরুস্কার মোবাইল- ২টি
  • চতুর্থ পুরুস্কার পেনড্রাইভ – ৫টি
  • পঞ্চম পুরুস্কার শিক্ষা উপকরন – ৪০টি

কুইজ প্রতিযোগিতায় কারা অংশগ্রহন করতে পারবে?

কাজী বজলুল হক ফাউন্ডেশন কুইজ প্রতিযোগিতায় হাজীগঞ্জ উপজেলার যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-মাদ্রাসা) ষষ্ঠ-দশম শ্রেণির শিক্ষার্থী হলেই অনলাইনে আবেদন (রেজিষ্ট্রেশন) করতে পারবে। আবেদন করার সময়ে শিক্ষার্থী তার সঠিক তথ্য দিয়ে ফরম পুরন করতে হবে। কাজী বজলুল হক ফাউন্ডেশন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করতে কোন প্রকার ফি ( টাকা পয়সা) দিতে হবে না।

কীভাবে কাজী বজলুল হক ফাউন্ডেশন কুইজ প্রতিযোগিতায় রেজিষ্ট্রেশন করবো?

কাজী বজলুল হক ফাউন্ডেশন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করতে হলে ২২ মে ২০২৪ইং তারিখের মধ্যে অনলাইনে আবেদন (রেজিষ্ট্রেশন) করতে হবে। রেজিষ্ট্রেশন প্রক্রিয়া খুব সহজভাবেই করা হয়েছে। যিনি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন তিনি তার নাম বাংলায় ও ইংরেজীতে লিখবেন এরপর পিতা-মাতার নাম, মোবাইল নাম্বর, ই-মেইল, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেনী ও রোল নাম্বার লিখে নিচে সাবমিট বাটনে ক্লিক করে জমা দিতে হবে।

কীভাবে কাজী বজলুল হক ফাউন্ডেশন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করবো?

আগামী ২৪ মে ২০২৪ইং তারিখ রোজ বুধবার রাত ৮টায় অনলাইনে কাজী বজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে “কাজী বজলুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী” উপলক্ষে কুইজ প্রতিযোগিতা শুরু হবে রাত ৯টা পর্যন্ত। নির্দিষ্ট সময়ের পর সাবমিটকৃত ফরম ফলাফল গননায় আসবে না। কোন কারনে পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন হলে কাজী বজলুল হক ফাউন্ডেশন (https://facebook.com/kazibazlulhaquefoundation) ফেসবুক পেইজে জানিয়ে দেওয়া হবে।

কুইজ সিলেবাস

  • বঙ্গবন্ধু- ১০
  • মুক্তিযুদ্ধ- ১০
  • বাংলাদেশ- ০৮
  • আর্ন্তজাতিক- ০৭
  • হাজীগঞ্জ, চাঁদপুর- ১০
  • কাজী বজলুল হক- ০৫

মোট ৫০টি প্রশ্ন থাকবে। সময় ১ঘন্টা। পরীক্ষা হবে অনলাইনে। জরুরী প্রয়োজনে 01825 76 27 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *